উত্তরদিনাজপুর

শাসক দলের লাগামহীন সন্ত্রাসের অভিযোগ তুলে জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির

রাজ্যের শাসকদল তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে পঞ্চায়েত ভোট ও ভোট পরবর্তী লাগামহীন সন্ত্রাসের অভিযোগ তুলে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে শামিল হলো উত্তর দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব। রায়গঞ্জ কর্নজোড়ায় জেলাশাসকের দপ্তরের সামনে মঞ্চ তৈরি করে এই বিক্ষোভ সমাবেশ চলে। ভারতীয় জনতা পার্টির উত্তর দিনাজপুর জেলা কমিটির এই অবস্থান বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য রাহুল সিনহা, জেলা বিজেপি সভাপতি নির্মল দাম সহ জেলা নেতৃত্বরা। প্রচন্ড রোদকে উপেক্ষা করে কর্নজোড়া মেইন গেট থেকে সুবিশাল মিছিল করে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক উপস্থিত হন এদিনের এই বিক্ষোভ সমাবেশে। রাজ্য সরকার ও শাসকদলে সন্ত্রাসের প্রতিবাদেই এই বিক্ষোভ সমাবেশ বলে জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি নির্মল দাম। পরে জেলা বিজেপির এক প্রতিনিধিদল উত্তর দিনাজপুর জেলাশাসকের দপ্তরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একটি স্মারকলিপিও প্রদান করে বলে জানা যায়।

    এই বিষয়ে বিজেপি নেতা রাহুল সিনহাকে কাশ্মীর নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মুফতি সরকার জঙ্গী দমনে বাধা হয়ে দাড়াচ্ছিলেন। যার কারণে উগ্রপন্থীরা নতুন করে মাথা চাড়া দেয়। পাথর ছোঁড়া যেখানে কেন্দ্র বন্ধ করে দিয়েছিল সেখানে নতুন করে তারা মাথা চাড়া দিয়েছিল। যার জন্য কাশ্মীরের মানুষের সাথে থাকার পাশাপাশি সেনার সাথে থাকবেন এই সিদ্ধান্ত নিয়েই তারা মুফতি সরকারের কাছ থেকে সমর্থন তুলে নেন বলে দাবী করেন তিনি।